Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:২৭

লাইভ লাশ কাটা দেখতে দেখতে ডিনার খান। এমন রেস্তোরাঁয় যাবেন নাকি?

অনলাইন ডেস্ক

লাইভ লাশ কাটা দেখতে দেখতে ডিনার খান। এমন রেস্তোরাঁয় যাবেন নাকি?
প্রতীকী ছবি

চোখের সামনে লাশ কাটা চলছে। আর মানুষ খাবার খেতে খেতে তা উপভোগ করছেন। এমন এক আজব খাওয়াদাওয়ার আয়োজন হয়েছে ব্রিটেনে। আশ্চর্যের বিষয়, লাশ কাটা দেখতে দেখতে ডিনার খাওয়ার এই আয়োজন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

প্লেটে যখন ‘ফিস অ্যান্ড চিপস’ থাকছে, অন্যদিকে চোখের সামনে মৃতদেহের শরীর চিড়ে হৃদযন্ত্র, পাকস্থলীর মতো নানা অঙ্গ প্রত্যঙ্গ বের করে আনছেন এক ব্যক্তি। আর এমন দৃশ্যের সাক্ষী থাকতে রীতিমতো অগ্রিম টিকিট বুক করছেন উৎসাহীরা।

পুরো আয়োজনটি করেছে অ্যানাটমি ল্যাব লাইভ নামে একটি প্রদর্শনী সংস্থা। এই সংস্থার কাছেই পৃথিবীর একমাত্র সেমি-সিন্থেটিক মানব শরীরের মডেল রয়েছে, যার নাম ভিভিট। এই নকল মানব শরীরের ভিতরে শুয়োরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভরে রাখা হয়। কারণ মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে শুয়োরের অঙ্গ প্রত্যঙ্গের অনেকটাই মিল রয়েছে।

ব্রিটেনের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এই প্রদর্শনী চালাবে অ্যানাটমি লাইভ ল্যাব। ইতিমধ্যেই ব্রিটেনের বিভিন্ন শহরের সমস্ত অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য