২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৫১

ওপেন টেনিসে নতুন যুগ, কুকুর এবার বলবয়!

অনলাইন ডেস্ক

ওপেন টেনিসে নতুন যুগ, কুকুর এবার বলবয়!

ব্রাজিলে ওপেন টেনিসে অভাবনীয় এক ঘটনা দেখল বিশ্ববাসী। টুর্নামেন্টে বল কুড়ানোর জন্য এগিয়ে এল কিনা চারটি কুকুর! তবে এই কাজে একদমই পেশাদার ছিল না কুকুরগুলো! জানা গেছে, সাও পাওলোর রাস্তায় আশ্রয়হীন অসহায় কুকুরগুলোকে এনে বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপর তাদের নামিয়ে দেওয়া হয় কোর্টে। শুধুমাত্র যে বল কুড়িয়ে আনছিল তাই নয়, এ কাজে তাদের মধ্যে বেশ উৎসাহও লক্ষ্য করা গেছে।

কেবলমাত্র বল ফেরত দিতেই যত তাদের আপত্তি! খেলোয়াড়দের হাতে বল তো দিচ্ছিলই না, বরং মুখে বল ধরে রেখেই চারপাশে ঘুরছিল। অবশ্য বিরক্তির বদলে বেশ মজা উপভোগ করছিলেন কোর্টের সবাই।

ফ্রিদা, মেল, ইসাবেল ও কস্তেলা নামের এই কুকুরগুলো গলায় কমলা রঙের স্কার্ফ, সামনের দু'পায়ে দস্তানা। আর ভাবটাও ছিল বল বয়েরই মতো। এদের দায়িত্ব ছিল মূলত দুটি। দৌড়ে গিয়ে বল কুড়িয়ে নিয়ে আসা, আর সেগুলো খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের কাছে ফেরত দেওয়া।

বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর