Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:২৩

মেধাবি পড়ুয়ারাই সবচেয়ে বেশি ধূমপানে আসক্ত!

অনলাইন ডেস্ক

মেধাবি পড়ুয়ারাই সবচেয়ে বেশি ধূমপানে আসক্ত!
প্রতীকী ছবি

পড়াশোনায় একটু পিছিয়ে পড়া ছেলেটা বা মেয়েটা উচ্ছন্নে গেল এমন কথা আর টিকবে না। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী। বদলেছে মানুষ। বদলে গিয়েছে বড় হয়ে ওঠা। আর বড় হয়ে ওঠার এই সময়ে ধূমপানের পড়ছে আসক্ত হয়ে পড়ছে মেধাবি পড়ুয়ারাই। এমনটাই দাবি করলেন ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষকরা।

গবেষকরা ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৬০০০ পড়ুয়াদের উপর বেশ কিছু মাস ধরে পরীক্ষা করেছেন। তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তারা। ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের ব্যবহারের উপর নজর রেখেছিলেন গবেষকরা। তাদের খাবার অভ্যাস থেকে নেশার অভ্যাস সব জানার জন্য তৈরি হয়েছিল প্রশ্নপত্র। 

তাতেই উঠে এসেছে আসল সত্যটা। দেখা গিয়েছে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকা কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মধ্যেই নেশার প্রতি আসক্তি বেশি। 

বিজ্ঞানীদের মতে, বুদ্ধি থাকলেই মানুষের মধ্যে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করার প্রবনতা বেড়ে যায়। আর উঠতি বয়সে নতুন কিছু করার ঝোঁক সবচেয়ে বেশি থাকে। সেই কারণেই এক্সিপেরিমেন্টের জন্য নেশার কবলে পড়ে যায় তরুণ মেধাবী প্রজন্ম।

 

বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০


আপনার মন্তব্য