শিরোনাম
২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৭

মহিষের দাম নয় কোটি ২৫ লাখ

অনলাইন ডেস্ক

মহিষের দাম নয় কোটি ২৫ লাখ

ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্ত চিত্রকুট এলাকায় গ্রামোদয় মেলার মূল আকর্ষণ যুবরাজ নামের একটি মহিষ। মহিষটিকে দৈনিক ২০ লিটার দুধ, ১০ কেজি ফল (যার বেশিটাই আপেল) এবং শালগম, পাঁচ কেজি ঘাস এবং পাঁচ কেজি খড় খাওয়াতে হয়। এটির এ পর্যন্ত দাম উঠেছে নয় কোটি ২৫ লাখ টাকা। 

মহিষটির খাবার যোগাতে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা খরচ করেন যুবরাজের মালিক করমবীর সিং। ১৫ বছর ধরে মহিষটিকে পালন করছেন তিনি। মহিষটি ১১.‌৫ ফুট লম্বা, উচ্চতা পাঁচ ফুট। ওজন দেড় হাজার কেজি। 

মালিক জানান, কৃত্রিম উপায়ে মহিষটির থেকে বীর্য সংগ্রহ করা হয়। সেই বীর্যের গুণমান ভাল হওয়ায় কৃত্রিম উপায়ে স্ত্রী মোষের গর্ভে সফলভাবে বাচ্চা আসে। ডোজ পিছু ৫০০ টাকা নেন করমবীর সিং। আর এভাবেই বছরে ৫০ লাখ টাকা আয় হয় তার। 


 
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর