Bangladesh Pratidin

প্রকাশ : ৭ মার্চ, ২০১৭ ০৩:২৯ অনলাইন ভার্সন
আপডেট : ৭ মার্চ, ২০১৭ ০৮:২৮
বক্সিং রূপ নিল ভয়ংকর মারামারিতে (ভিডিও)
অনলাইন ডেস্ক
বক্সিং রূপ নিল ভয়ংকর মারামারিতে (ভিডিও)
সংগৃহীত ছবি

মিক্সড মার্শাল আর্ট ইভেন্টে দুজন লড়াই করছিল। এ সময় হঠাৎ বাইরে থেকে একজন এসে রিংয়ে প্রবেশ করে একজন প্রতিযোগীকে আক্রমণ করে বসে। আর এতেই লেগে যায় উভয় পক্ষের মারাত্মক লড়াই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

যুক্তরাজ্যের লিভারপুলের একটি প্রতিযোগিতার আসরে এ ঘটনাটি ঘটে। সেখানে হঠাৎ করেই একজন ব্যক্তি রিংয়ে প্রবেশ করে। এরপর উভয় পক্ষের আরও কয়েকজন রিংয়ে প্রবেশ করে মারামারি শুরু করে। এরপর শুধু রিংয়ের ভেতরই নয়, বাইরেও মারামারি শুরু হয়।

এ ঘটনায় আহত দুজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ২০ জনেরও বেশি সেই মারামারিতে অংশ নেয়। ফলে পুরো প্রতিযোগিতার আসর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

এ ঘটনা একটি ব্যালকনির ওপর থেকে ভিডিও করেছিলেন একজন দর্শক। বোতল, চেয়ার ও হাতের কাছে পাওয়া যায় এমন সব জিনিস ব্যবহৃত হয় মারামারিতে। দেখুন সেই ঘটনার ভিডিওটি-

 


বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow