Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ মার্চ, ২০১৭ ১০:৩৯
আপডেট : ১৩ মার্চ, ২০১৭ ১২:৫৮

৬১টি দেশের রাজধানীর নাম মুখস্থ ১৭ মাসের শিশুর

অনলাইন ডেস্ক

৬১টি দেশের রাজধানীর নাম মুখস্থ ১৭ মাসের শিশুর

৬১টি দেশের রাজধানী মুখস্থ করে তাক লাগিয়েছে ১৭ মাসের একটি শিশু। মনে করার সময়ও নিচ্ছে না। প্রশ্ন শুনেই অনর্গল বলে দিচ্ছে উত্তর। শুধু তাই নয় ২১ দেশের অবস্থান সে মানচিত্রে মুহূর্তের মধ্যেই চিহ্নিত করতে সক্ষম। 

শিশুটির নাম অনভ জয়াকর। ১৭ মাস বয়সী এ শিশুর কীর্তি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই শিশু চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, ইরান, জর্ডানসহ বেশ কয়েকটি দেশেরও রাজধানী হাসির ছলে বলে দিচ্ছে। 

২০১৩ সালের আগস্টে প্রথমবারের মতো ভিডিওটি ছাড়া হয়। এরমধ্যে নিশ্চয় আরও অনেক চমক দিয়েছে অনভ। সেসময় হাফিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে শিশুটির মা বিজল জয়াকর বলেন, 'ভারতের রাজধানী দিল্লি' এটার বলার পর সে মনে রাখতে সক্ষম হয়েছিল। পরে আমরা সহজ সহজ নামগুলো দিয়ে শুরু করি। ছয় সপ্তাহে সে ৫৩টি নাম মুখস্থ করতে সক্ষম হয়।' 

বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/ফারজানা 


আপনার মন্তব্য