Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৬ মার্চ, ২০১৭ ২১:২৭ অনলাইন ভার্সন
আপডেট :
ক্ষুধার্ত কুকুরদের খাদ্য ফুটফুটে বিড়াল! নিউজ ভাইরাল
অনলাইন ডেস্ক
ক্ষুধার্ত কুকুরদের খাদ্য ফুটফুটে বিড়াল! নিউজ ভাইরাল

পৃথিবীতে মানুষ কতটা নৃশংস হতে পারে তাই যেন দেখিয়ে দিল দুবাইয়ের তিন ব্যক্তি। ক্ষুধার্ত দুটি কুকুরকে খেতে দেওয়া হলো একটা ফুটফুটে জ্যান্ত বিড়াল।

কুকুর দু’টিকে বেড়ালটির মাংস খাইয়েই শান্ত থাকেনি ওই তিন ব্যক্তি। এরপর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে তারা। এই ভিডিও দেখেই তাদের গ্রেফতার করে দুবাই পুলিশ। এরপর সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতম শাস্তিস্বরূপ ওই তিন ব্যক্তিকে আগামি তিন মাসের জন্য শহরের চিড়িয়াখানা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছেন।

দুবাই এর সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী এই নৃশংসতায় জড়িত ওই তিন অপরাধীকে প্রত্যেক দিন চার ঘণ্টার জন্য চিড়িয়াখানা পরিষ্কার করতে হবে। কারণ ধর্ম বলা আছে, যারা পশু প্রাণিদের করুণা করে না,  সে ধর্মের বিরোধিতা করে। তারা এই ঘৃণ্য ও নৃশংস ব্যবহার করেছে। তাই তাদের শাস্তি দেয়া হলো। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow