Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ মার্চ, ২০১৭ ১১:২৩ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ মার্চ, ২০১৭ ১৬:২৭
গার্লফ্রেন্ডের শরীরে অজগর ঢেলে বয়ফ্রেন্ডের কাণ্ড!
অনলাইন ডেস্ক
গার্লফ্রেন্ডের শরীরে অজগর ঢেলে বয়ফ্রেন্ডের কাণ্ড!
সংগৃহীত ছবি

কী ভয়ঙ্কর ঘটনা! গার্লফ্রেন্ডের শরীরে অজগর ঢেলে দিয়ে বিষয়টি উপভোগ করছেন বয়ফ্রেন্ড। যে কোনো মুহূর্তে বিশাল অজগর গিলে ফেলতে পারে প্রেমিকাকে৷ তিনি ভয়ে চিৎকার করছেন৷ আর মনের আনন্দে সেই ছবি তুলছে বয়ফ্রেন্ড৷ ক্রমশ অজগর পেঁচিয়ে ধরছে মেয়েটিকে৷ নিছক আনন্দের কারণের প্রেমিকার জীবন বিপন্ন করতে নেমে পড়েছিল এক যুবক৷

জানা যায়, ঘরে ঘুমিয়ে ছিলেন প্রেমিকা৷ ঘুরতে যাওয়ার জন্য বেশকিছুক্ষণ তাকে ডাকাডাকি করে প্রেমিক৷ ঘুম না ভাঙায় শেষপর্যন্ত বিপদ ডেকে নিয়ে আসে প্রেমিক৷

দু’টো অজগর নিয়ে এসে প্রেমিকার গায়ের উপর ছেড়ে দেয়৷ এরপর শুরু করে ক্যামেরায় ছবি তোলা৷ ক্লান্ত থাকায় প্রেমিকার ঘুম চট করে ভাঙেনি৷ এদিকে দু’টো অজগর ধীরে ধীরে পেঁচিয়ে ধরতে থাকে তাকে৷ এক সময় ঘুম ভেঙে যায় প্রেমিকার৷ ততক্ষণে ফুলতে শুরু করেছে অজগর দুটো৷ গায়ের উপর অজগর দেখে ভয়ে চিৎকার করতে থাকেন প্রেমিকা৷ দূরে দাঁড়িয়ে সেই ছবি তুলতে থাকে প্রেমিক৷ খাবার সামনে পেয়ে অজগর দুটো ক্রমশ পেঁচিয়ে ধরতে থাকে শিকারকে৷

কোনোরকমে অজগরের কবল থেকে মুক্তি পান ওই মহিলা৷ বলা যায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি৷ প্রেমিকের এই অদ্ভুত কাণ্ডে রীতিমতো বিরক্ত হন তিনি৷ আর প্রেমিক সেই ছবি ইন্টারনেটে শেয়ার করেছেন৷ লক্ষ লক্ষ দর্শক সেই দৃশ্য দেখেছেন৷ বিষয়টি নিয়ে হই হই পড়ে গেছে৷

 

বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow