২২ মার্চ, ২০১৭ ০৩:২৬

১ মিনিটে ১০ লক্ষ রাউন্ড বুলেট ছুঁড়তে সক্ষম যে মরণাস্ত্র!

অনলাইন ডেস্ক

১ মিনিটে ১০ লক্ষ রাউন্ড বুলেট ছুঁড়তে সক্ষম যে মরণাস্ত্র!

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে 'মেটাল স্ট্রম' নামে একটি অটোমেটেড আগ্নেয়াস্ত্রটি তৈরি হয়েছে। 'মেটাল স্ট্রম' এক মিনিটে ১০লক্ষ বুলেট ছুঁড়তেই যে শুধু সক্ষম তা নয়, প্রতি মিনিটে শত্রুপক্ষকে লক্ষ্য করে ১৮০টি মাঝারি মানের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এই মরণাস্ত্র৷ 

বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটেড মেশিন গান হিসেবে 'মেটাল স্ট্রম'-কেই ধারণা করা হচ্ছে। অস্ত্রটি তৈরি করতে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার প্রযুক্তিবিদরা একযোগে কাজ করেছেন৷ আপাতত প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছে এই মেটাল স্ট্রম৷

জানা গেছে, প্রত্যেক সেকেন্ডে ১৬,০০০ রাউন্ড বুলেট ছুঁড়তে পারে এই মেটাল স্ট্রম৷ তাও আবার একেবারে সুপারসনিক স্পিডে৷ অটোমেটেড মেশিন গানটি স্টার্ট হওয়ার আগে একটি ওয়ার্নিং সাইরেন বাজে৷ সাইরেন শেষ হতেই ঝড়ের গতিতে শুরু করে দেয় বুলেট বৃষ্টি৷ রাইফেলটি পুরোপুরি অটোমেটেড হওয়ায় ম্যানুয়ালি ট্রিগার করার কোনও প্রয়োজন নেই৷

অনেকটাই রিমোটের অন অফ বাটন প্রেস করে মেশিন গানটিকে নিয়ন্ত্রণ করা যাবে৷ কোনও ম্যাগজিন নয়৷ মেশিনগানে ব্যারেল ভর্তি বুলেট লাগে৷ আর সেই ব্যারেলের মধ্যে থরে থরে সারিবদ্ধভাবে বুলেট সাজানো থাকে৷ যা মেশিনগানের মাধ্যমে ঝৃড়ের গতিতে বেরিয়ে আসে৷


সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।

 

বিডি-প্রতিদিন/ ২২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর