২৯ মার্চ, ২০১৭ ০৬:৩৫

তাসমানিয়ায় বিলুপ্ত হয়ে যাওয়া বাঘের সন্ধান!

অনলাইন ডেস্ক

তাসমানিয়ায় বিলুপ্ত হয়ে যাওয়া বাঘের সন্ধান!

সংগৃহীত ছবি

মনে করা হয়েছিল, তারা পৃথিবী থেকে পুরোপুরি ভাবে বিলুপ্ত হয়ে গেছে। অন্তত গত ৮০ বছর ধরে পৃথিবীর কোনও প্রান্তেই তাদের দেখা মেলেনি। আট দশক আগে বিক্ষিপ্ত ভাবে তাদের দেখা মিললেও অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে এদের শেষ দেখা গিয়েছিল প্রায় দুই হাজার বছর আগে।

কিন্তু হঠাৎ করেই সেই বিলুপ্ত প্রজাতির বাঘের আবার সন্ধান মিলল পশ্চিম অস্ট্রেলিয়ার তাসমানিয়ায়। ওই বাঘের প্রজাতির নাম ‘থাইলাসিন’। হোবার্ট চিড়িয়াখানায় থাকা শেষ থাইলাসিনটির মৃত্যু হয় ১৯৩৬ সালে। এরা দেখতে অনেকটা কুকুর আর কিছুটা শেয়ালের মতো।

কুইন্সল্যান্ডে আবার সেই হারিয়ে যাওয়া প্রজাতির বাঘের সন্ধান মেলায় জেমস কুক বিশ্বিদ্যালয়ের গবেষকরা আবার নেমে পড়েছেন ওই বিরল প্রজাতির বাঘের সন্ধানে। আপাতত ওই প্রজাতির চারটি বাঘের সন্ধান মিলেছে সেখানে। মনে করা হচ্ছে, ভালোভাবে খোঁজাখুঁজি করলে ওই বিরল প্রজাতির আরও বাঘের সন্ধান পাওয়া যাবে।
 


বিডি-প্রতিদিন/ ২৯ আগস্ট, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর