২২ এপ্রিল, ২০১৭ ১৬:৩৭

অফিসে জিন্স পরার দায়ে জরিমানা ৫০০ টাকা

অনলাইন ডেস্ক


অফিসে জিন্স পরার দায়ে জরিমানা ৫০০ টাকা

প্রতীকী ছবি

নিষেধাজ্ঞা‌ সত্ত্বেও অফিসে পোশাকবিধি না মানায় শাস্তির পেলেন ভারতের উত্তরপ্রদেশ সরকারের এক কর্মী। সাজাপ্রাপ্ত কর্মীর নাম আনোয়ার হুসেন কুরেশি। এর আগে উত্তরপ্রদেশের বেরিলির জেলা শাসক সুরেন্দ্র সিং সরকারি কর্মীদের পোশাক ও আচরণ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিলেন। 

সুরেন্দ্র সিং-এর সেই নির্দেশিকায় ‘‌ফর্মাল ড্রেসকোড’‌–এর কথা বলা হয়েছিল। তারপরেও জিনস পরে এসেছিলেন এক কর্মী। পানও খাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়েই পরিদর্শনে আসেন জেলাশাসক। ওই সময়ই তাঁর চোখে পড়ে বিশেষ জমি অধিগ্রহণ দফতরের করণিক আনওয়ার হুসেন কুরেশি দিব্যি পান চিবোচ্ছেন। ফলে ৫০০ টাকা জরিমানা দিতে হল কালেক্টরেটের ওই কর্মীকে। নয়া নির্দেশিকায় জেলাশাসক কর্মীদের কাজে ফাঁকি দেওয়া রুখতে বিভিন্ন ব্যবস্থাও নিয়েছেন। 

নির্ধারিত সময়ের আগে কর্মীদে চলে যাওয়া রুখতে অফিসে যাতে সময়ের আগে অফিস ছেড়ে কোনও কর্মী বেরিয়ে যেতে না পারেন তা নিশ্চিত করতে পার্কিং প্লেসও কাজের সময় তালাবন্ধ রাখার প্রক্রিয়া শুরু হচ্ছে।  

 

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর