২৪ এপ্রিল, ২০১৭ ১৮:৪২

টাইটানিক যাত্রীর এই পোশাক নিলামে ১.৪কোটি!

অনলাইন ডেস্ক

টাইটানিক যাত্রীর এই পোশাক নিলামে ১.৪কোটি!

টাইটানিক ছবিটি দেখেননি এমন সিনেপ্রেমীর সংখ্যা হয়তো হাতে গোনা। জ্যাক-রোজের লাভস্টোরি, টাইটানিকের সলিল সমাধি সবকিছু যেন রুপোলি পর্দার দৌলতে চোখের সামনে ভেসে ওঠে সকলেরই৷ সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী মার্বেল বেনেটের গায়ের কোটটিই উঠল এবার নিলামে।

প্রায় ১.৪কোটি টাকা উঠল এই নিলামে। সংবাদ সংস্থা শিনহুয়ার খবর অনুযায়ী। শনিবার হওয়া এই নিলামে এই ফার কোটটি ব্রিটেনের এক ব্যক্তি কিনে নেয়। বেঁচে যাওয়া মার্বেল বেনেট ১৯৭৪-এ ৯৬বছর বয়সে মারা যান৷ ৬০-এর দশকে বেনেট নিজের সেই কোটটি আত্মীয়দের দিয়ে যান। এই কোটটি নিলামের ব্যবস্থা করেছিল যে কোম্পানী তাদের মতে, সাম্প্রতিককালে যতগুলি বস্তু নিলামে উঠেছে, এই কোটটি তাদের মধ্যে সবথেকে আকর্ষণীয়৷ তার সঙ্গে একটি লেখাও ছিল, এই কোটটি গ্রেট আন্ট মার্বেল পরেছেন, তিনি টাইটানিকে পরিচারিকা ছিলেন৷ সেই ভয়াবহ রাতে তিনি নিজের প্রাণ বাঁচাতে লাইফবোটে ওঠার আগে সেই কোটে নিজেকে ঢেকে নিয়েছিলেন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর