২৫ এপ্রিল, ২০১৭ ১৪:২৯
৩২৭ কেজি ওজন কমাতে

সেই ইমানকে বাড়ি ফেরার পরামর্শ ডাক্তারদের, বোনের আপত্তি

অনলাইন ডেস্ক

সেই ইমানকে বাড়ি ফেরার পরামর্শ ডাক্তারদের, বোনের আপত্তি

৫০০ কেজি ওজন নিয়ে মিসরীয় নারী ইমান আহমেদ চিকিৎসার জন্য গত ১১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে এসেছিলেন। ভারতীয় চিকিৎসকদের প্রচেষ্টায় ইমানের ৩২৭ কেজি ওজন কমেছে। এখন ইমানের ওজন কমে ১৭৩ কেজি হওয়াতে চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছেন। যদিও ইমানের বোন শাইমা সেলিম এখনই তাকে বাড়ি নিয়ে যেতে রাজি নন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইমানের বোন শাইমা একটি ভিডিও শেয়ার করছেন। ওই ভিডিওতে শাইমা জানিয়েছেন, ভারতের মুম্বাইয়ে আসার পর ইমানের দ্বিতীয়বার স্ট্রোক হয়েছে এবং ইমাম এখনও নানা শারীরিক সমস্যায় ভুগছে। তবে ইমানের চিকিৎসকরা ও মুম্বাইয়ের সাইফী হাসপাতাল কর্তৃপক্ষ শাইমার এই অভিযোগে দ্বিমত পোষণ করেছেন। 

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা বারবার বলে আসছি যে, ইমানের সুস্থ হয়ে ওঠাটা একটা সময়ের ব্যাপার। তার সুস্থতার প্রক্রিয়াটা এখনও চলমান। চিকিৎসকদের একটি ট্রিম তার সুস্থতার জন্য দিনরাত অক্লান্তে চেষ্টা করে যাচ্ছেন। ইমানের চিকিৎসার অগ্রগতি ইতিবাচক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর