২৬ এপ্রিল, ২০১৭ ০৪:০০

যে কারণে ‘পোস্টমর্টেম’ কে বাংলায় ‘ময়নাতদন্ত’ বলা হয়!

নিজস্ব প্রতিবেদক

যে কারণে ‘পোস্টমর্টেম’ কে বাংলায় ‘ময়নাতদন্ত’ বলা হয়!

প্রতীকী ছবি

‘পোস্টমর্টেম’ শব্দটা কারও অজানা নয়। অজানা নয় তার বাংলা নাম ‘ময়নাতদন্ত’ শব্দটিও। কিন্তু বাংলায় কেন এই নামটিকেই বেছে নেওয়ার কারণ হয়তো অনেকেই জানেন না। 

আসলে পোস্টমর্টেমের মাধ্যমে অন্ধকারে লুকিয়ে থাকা অনেক বিষয়ই আমাদের চোখের সামনে উঠে আসে। বিভিন্ন রহস্যের কিনারা করতে পারি। কিন্তু আমরা অনেকেই জানি না কেন এর বাংলা নামকরণ এমন হল৷

ময়না পাখি আমরা সবাই দেখেছি। গায়ের রং কালো আর ঠোঁট হলুদ। এই ময়না বিভিন্ন রকম ভাবে কিন্তু ডাকাডাকি করতে পারে। গায়ের রং কালো হওয়ায় অন্ধকারে এদের দেখা যায় না। শুধু ডাক শুনেই অভিজ্ঞরা বুঝতে পারেন এটা ময়না পাখি। অর্থাৎ অন্ধকারের মধ্যে চেনার চেষ্টা সামান্য সূত্র ধরে।

তেমনই বিভিন্ন ঘটনায় মৃত্যুর কিনারা করতে সাহায্য নেওয়া হয় পোস্টমর্টেমের। যেখানে লুকিয়ে থাকা সূত্র ধরেই কিনারা করা সম্ভব হয় বড় বড় সমস্যার, অপরাধের। অন্ধকারের মধ্যে এই যে প্রয়াস অসাধ্য সাধনের, তা প্রায় অন্ধকারে ময়নাকে চেনার মতোই অনেকটা। তাই এখান থেকেই পোস্টমর্টেমের বাংলা নামকরণ ময়নাতদন্ত হয়েছে বলে অনেকে মনে থাকেন।

 


বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর