২৮ এপ্রিল, ২০১৭ ১৫:১০

পাসপোর্টের রঙ যা বলে

অনলাইন ডেস্ক

পাসপোর্টের রঙ যা বলে

পৃথিবীতে মাত্র চারটি রঙয়ের পাসপোর্টই দেখা যায়। এই চারটি রঙ হল- মেরুন, নীল, সবুজ এবং কালো। জেনে নেওয়া যাক এই রঙগুলির মাহাত্ম্য-

যুক্তরাজ্যের পাসপোর্ট মেরুন রংয়ের। ইউরোপীয়ান ইউনিয়নের প্রায় সব দেশের পাসপোর্টই এই রঙের। কেবল ক্রোয়েশিয়ার রঙয়ে একটা হালকা শেড রয়েছে। এই রঙটির ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, এ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ব্র্যান্ডিং সম্ভব হয়েছে। ইউনিয়নের বাইরে বলিভিয়া, কলম্বিয়া, পেরু ও ইকুয়েডরের পাসপোর্টও এই রঙয়ের।

আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের পাসপোর্ট নীল। নীল রঙটি নতুন বিশ্বকে প্রতীকায়িত করে। ১৫টি ক্যারিবিয়ান দেশের পাসপোর্ট এই রংয়ের।  

বেশিরভাগ মুসলিম দেশের পাসপোর্ট সবুজ রঙের। এছাড়া সেনেগালসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশের পাসপোর্টও সবুজ রঙয়ের।

সাধারণত পাসপোর্ট গাঢ় রঙয়ের হয়ে থাকে। ময়লা হয়ে যাওয়া থেকে বাঁচাতেই এই ব্যবস্থা। আর গাঢ় রঙয়ের মধ্যে একটা প্রতিষ্ঠানিক গাম্ভীর্য তো থাকেই। এই বিষয়টি থেকেই বতসোয়ানা, জাম্বিয়া আর নিউ জিল্যান্ড তাদের পাসপোর্টের রং কালো রেখেছে।

 

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর