২৯ এপ্রিল, ২০১৭ ১৯:৩৮

২৩ বছর বয়সে ১০০টির বেশি প্লাস্টিক সার্জারি, অতঃপর...

অনলাইন ডেস্ক

২৩ বছর বয়সে ১০০টির বেশি প্লাস্টিক সার্জারি, অতঃপর...

সংগৃহীত ছবি

শরীর নিয়ে পাগলামি। না হলে ২৩ বছর বয়সেই কেউ ১০০টির বেশি প্লাস্টিক সার্জারি করায়। আর সেই প্লাস্টিক সার্জারিই কাল হল ইনস্টাগ্রাম মডেল ক্রিস্টিনা মার্তেলির। সার্জারি-টেবিলেই মৃত্যু হল তার।

বক্ষযুগল ও নিতম্বের প্লাস্টিক সার্জারি করানো নেশা ছিল মার্তেলির। নিজেই সে কথা জনসমক্ষে বলেছেন। ১৭ বছর বয়স থেকে সার্জারি করানো শুরু করেন তিনি। ২৩ বছরের মধ্যে ১০০র বেশি বার সার্জারি করান। 

নিজের ওয়েবসাইটে মার্তেলি লেখেন, বারবার প্লাস্টিক সার্জারি করে নিজের শরীরকে আকর্ষনীয় করে তোলা তার নেশা। তিনি একবার বলেছিলেন, “নিজের শরীরকে বিভিন্ন পর্যায়ে আমি দেখতে চাই। তাই বারবার সার্জারি করাই। এবং তার জন্য আমার কোনও অনুতাপ নেই।” কিন্তু সেই নেশা যে এত অল্প বয়সে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে বোধহয় নিজেও ভাবতে পারেননি মার্তেলি।

ইনস্টাগ্রামে মার্তেলির ফলোয়ার সংখ্যা ৬ লক্ষরও বেশি। ১০০ ধরনের সার্জারি নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে তার শরীরে। পাঁচ থেকে ছ’ বছরের মধ্যেই নাক, মুখের প্লাস্টিক সার্জারির পাশাপাশি একাধিকবার বক্ষযুগল ও নিতম্বের প্লাস্টিক সার্জারি করিয়েছেন।

 

বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর