৩০ এপ্রিল, ২০১৭ ১১:০৮

দাগী আসামিরাই চালান এই ক্যাফে!

অনলাইন ডেস্ক

দাগী আসামিরাই চালান এই ক্যাফে!

সমাজের চোখে তারা অপরাধী, আইনের চোখে সাজাপ্রাপ্ত দাগী আসামি। কিন্তু ফের স্বপ্ন দেখতে চেয়েছিলেন ওরা চারজন। জীবনে কঠিন চড়াই-উতরাই পার করতে হয়েছে একসময়। শিমলার চড়াই-উতরাইয়ের ঢালে এখন সেই স্বপ্নের পসরাই সাজিয়ে বসেছেন জয় চন্দ, যোগ রাজ, রাম লাল এবং রাজ কুমার।

অপরাধের শাস্তি হিসাবে শিমলার কাইথু জেলে যাবজ্জীবন সাজা খাটছেন তারা। কিন্তু জীবনটা কারাগারের অন্ধকারে শেষ করতে চাননি তারা। অনেক চেষ্টার পর জেলের পুনর্বাসন প্রক্রিয়ার সাহায্যে এবং রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে তারা হাতে পেয়েছিলেন ২০ লাখ টাকা। সেই টাকাতেই শুরু হয় ‘বুক ক্যাফে’।

বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর