১ মে, ২০১৭ ১১:৩৪

এক বোতল পানির দাম ২৬,০০০ টাকা!

অনলাইন ডেস্ক

এক বোতল পানির দাম ২৬,০০০ টাকা!

প্রতীকী ছবি

মাল্টিপ্লেক্স বা এয়ারপোর্টে গিয়ে এক বোতল পানি কিনতে মধ্যবিত্তের হাত কাঁপে।  কারণ এই পানির বোতল গুলি প্রায় ১০ থেকে ২০ শতাংশ বেশি দামে বিক্রি হয়। এভিয়ান নামক এক কোম্পানির এক বোতল পানির দাম ৬০০ টাকা। এরকমই বাজারে আছে বেশ কিছু দামী ব্রান্ডের পানি। দেখে নিন বিস্তারিত-

১) কোনা নিগারি ওয়াটার- জাপানের এই ব্র্যান্ডেড পানি খেলে কমবে ওজন ও স্ট্রেস। সমুদ্রের খুব গভীরের জল দিয়ে তৈরি এই ব্র্যান্ডেড পানি। ৭৫০ মিলিলিটার পানির দাম ২৬ হাজার টাকা।

২) ফিলিকো- 

জাপানের এই ব্র্যান্ডেড পানির বোতলটি দেখতে দাবার রাজা-রানি গুটির মত। বোতলের ঢাকনাটি সোনার। ৭৫০ মিলির দাম ১৪ হাজার টাকা।

৩) ব্লিং H2O- 

এই পানির বোতলটি Swarovski-র কৃস্টাল দিয়ে তৈরি। বোতলটির জন্যই দাম এত বেশি। ৭৫০ মিলির দাম ২৪০০ টাকা।

৪) ভিন- 

ফিনল্যান্ডের পানির এই ব্র্যান্ড সবথেকে পরিস্কার বলে শোনা যায়। ৭৫০ মিলির দাম ১৫০০ টাকা।

৫) অ্যাকোয়াডেকো- 

বোতলটি দেখতে খুব সুন্দর এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতার জন্য এই ব্র্যান্ডটি পুরস্কারও পেয়েছে। ৭৫০ মিলির দাম ৮০০ টাকা।

৬) ল্যাকুয়েন- 

১৫০০ ফুট নিচ থেকে পানিকে পরিশওধিত করে তৈরি হয় এই ব্র্যান্ডের পানি। ৭৫০ মিলির দাম ৩৫০ টাকা।

 

বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর