২২ মে, ২০১৭ ১৭:০০

১০ পাউন্ডের আংটির দাম যেভাবে সাড়ে ৩ লাখ!

অনলাইন ডেস্ক

১০ পাউন্ডের আংটির দাম যেভাবে সাড়ে ৩ লাখ!

আংটিটি পুরনো জিনিসপত্রের সঙ্গে বিক্রি হচ্ছিল দেখে এক নারী সেটি কিনে নিয়েছিলেন মাত্র ১০ পাউন্ডে। পরবর্তীতে তিনি অনুসন্ধানে জানতে পারেন এটি হীরার আংটি। উইন্ডহ্যাম নামে সে নারী জানান, একটি ভ্রাম্যমাণ গাড়িতে সাজানো সেই হীরার আংটিটি তিনি পেয়েছিলেন ১৯৮০ দশকে। তখনও তার কোনো ধারণা ছিল না যে এর উৎস কী। তবে পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, এটি ১৯ শতকের একটি হীরার আংটি। তবে সঠিকভাবে কাটা না হওয়ায় এর সৌন্দর্য তেমন একটা ছিল না। তবে আকারে যথেষ্ট বড় ছিল আংটিটি। এরপর তিনি ডায়মন্ড কাটারের মাধ্যমে আংটির হীরাটি সঠিকভাবে কেটে নেন। এতেই দ্যুতি ছড়াতে থাকে আংটিটি। দাম ওঠে সাড়ে তিন লাখ পাউন্ড। 

তিনি আরও জানান, এত বড় হীরার আংটি আঙুলে পরার সৌভাগ্য অধিকাংশ মানুষেরই হয় না। আর তিনি এটি পেয়েছেন মাত্র ১০ পাউন্ডে। ডায়মন্ডের সেই আংটিটি লন্ডনের ফাইন জুয়েলস সেলে নিলামে তোলা হবে আগামী ৭ জুলাই। বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর