শিরোনাম
২৫ মে, ২০১৭ ১১:০০

কেন এক পায়ে দাঁড়ায় ফ্লেমিঙ্গো পাখি

অনলাইন ডেস্ক

কেন এক পায়ে দাঁড়ায় ফ্লেমিঙ্গো পাখি

ফ্লেমিঙ্গো পাখি বিশ্রামের সময় কেন এক পায়ে দাঁড়িয়ে থাকে তার রহস্য উৎঘাটনে গবেষণা কম হয়নি। কেউ বলেছেন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই ফ্লেমিঙ্গোরা এক পায়ে দাঁড়ায়। আবার কোনো কোনো গবেষকের দাবি, পেশীর ক্লান্তি কাটানোর জন্যই ফ্লেমিঙ্গো পাখি এ পায়ে দাঁড়ায়। 

সম্প্রতি আমেরিকার আটলান্টার জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ইয়ং-হুই চ্যাং ও আটলান্টার এমোরি ইউনিভার্সিটির লেনা এইচ টিং দাবি করেছেন, ফ্লেমিঙ্গো পাখিরা দু'পায়ের বদলে এক পায়ে দাঁড়িয়ে থাকলে বেশি শক্তি সাশ্রয় করতে পারে। এ জন্যই তারা এক পায়ে দাঁড়ায়।  এক পায়ে দাঁড়িয়ে থাকলে ফ্লেমিঙ্গোদের আলাদাভাবে সক্রিয় কোনও পেশী-শক্তি খরচ করতে হয় না। খবর বিবিসির।

গবেষকরা জীবিত ও মৃত, দুই ধরনের ফ্লেমিঙ্গো নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। গবেষণায় তারা দেখেছেন, একটা মৃত ফ্লেমিঙ্গোকেও বাইরের কোনও সাহায্য ছাড়াই এক পায়ে খাড়া করে দাঁড় করানো সম্ভব।

রয়্যাল সোসাইটি জার্নাল বায়োলজি লেটার্সে প্রকাশিত এক গবেষণাপত্রে তারা এই পদ্ধতির নাম দিয়েছেন 'প্যাসিভ গ্র্যাভিটেশনাল স্টে মেকানিজম'।

 

বিডি প্রতিদিন/২৫ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর