২৭ মে, ২০১৭ ১৮:৫০

হয় সমকামী বিয়েতে সায়, না হলে আইসক্রিম নয়!

অনলাইন ডেস্ক

হয় সমকামী বিয়েতে সায়, না হলে আইসক্রিম নয়!

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার প্রায় ৭০ শতাংশ মানুষই সমকামী বিবাহে রাজি। কিন্তু সে দেশের সরকার তা আইনসিদ্ধ করছে না। আর তাই নিয়েই যত বিপত্তি। আগামী ১৩ জুন সেখানে পার্লামেন্ট সেশন হওয়ার কথা। আর তার আগেই সে দেশের এক বিখ্যাত আইসক্রিম কোম্পানি অদ্ভুত এক প্রতিবাদ জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় ২৬টি আউটলেট রয়েছে ‘বেন অ্যান্ড জেরিজ’ নামক আইসক্রিম প্রস্তুতকারকের। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেন অ্যান্ড জেরিজ সম্প্রতি এক অদ্ভুত ঘোষণা করেছে। কোম্পানির বক্তব্য, সে দেশে যতদিন না সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পাচ্ছে, ততদিন একই ফ্লেভারের দু’টি স্কুপ আইসক্রিম তারা বিক্রি করবে না।

মূলত বিশ্বজুড়ে এলজিবিটিকিউ রাইটস নিয়ে যে আন্দোলন চলছে, তার সমর্থনেই এমন পদক্ষেপ, আইসক্রিম কম্পানির তরফ থেকে জানিয়েছেন ইমোজেন রাগ। 

 

বিডি-প্রতিদিন/ ২৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর