২৮ মে, ২০১৭ ১২:২১

২১ বার এভারেস্ট জয় করলেন যে নেপালি!

অনলাইন ডেস্ক

২১ বার এভারেস্ট জয় করলেন যে নেপালি!

সংগৃহীত ছবি

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে ছোঁয়া যেকোনও পর্বতারোহীরই চিরকালীন স্বপ্ন থাকে। নেপালের এই শেরপা শুধু সেই স্বপ্নই সফল করলেন না, সৃষ্টি করলেন রেকর্ডও। একবার, দু’বার নয় এখনও পর্যন্ত সর্বমোট ২১ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন নেপালের শেরপা কামি রিতা শেরপা।

শনিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ৮৮৪৮ মিটার উপরে এভারেস্টের চূড়া স্পর্শ করেন কামি।  জানা গেছে, তিনিই হলেন তৃতীয় শেরপা যিনি ২১ বার এভারেস্ট জয় করলেন।

Alpine Ascents Everest Expedition-য়ের অংশগ্রহণকারী হিসাবেই এভারেস্টে উঠেছিলেন কামি। সানগ্রি-লা নেপাল ট্রেকের ডিরেক্টর জীবন গিরিম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই রেকর্ড ছিল আপা শেরপা ও তাসি শেরপার অধিনে।

 

বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর