২২ জুন, ২০১৭ ১৫:২৯

৭৫তম বিবাহবার্ষিকী পালন শেষে একসঙ্গেই দম্পতির মৃত্যু

অনলাইন ডেস্ক

৭৫তম বিবাহবার্ষিকী পালন শেষে একসঙ্গেই দম্পতির মৃত্যু

৭৫ বছরের দাম্পত্য জীবনে তারা একে অন্যের বাহুতে জীবনের শেষ নিঃশ্বাসটি ফেলতে চেয়েছিলেন। আট বছর বয়স থেকে তাদের পরিচয়। সে কৈশোর থেকেই তারা একসঙ্গে ছিলেন- জীবনের শেষ মুহূর্তটি পর্যন্তও।

১৯৪০ সালে জেনেট টোকজো (৯৬) ও আলেক্সান্ডার (৯৫) বিয়ে করেছিলেন। ২৯ জুন ৭৫তম বিবাবার্ষিকী পালনের ঠিক কয়েক মুহূর্ত পরেই আলেক্সান্ডারের মৃত্যু হয়। এর পরের দিনই পৃথিবী ছাড়েন জেনেট। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর মিরামার জাতীয় সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়েছে।

আলেক্সান্ডার শেষ নিঃশ্বাস ত্যাগের পর সন্তানরা মা জেনেটকে সেখবর দিয়েছিল। স্বামীকে জড়িয়ে ধরে জেনেট বলেছিলেন, দেখেছো এটাই তুমি চেয়েছিলে। তুমি আমার হাতেই শেষ নিঃশ্বাসটি ফেললে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার জন্য অপেক্ষা করো। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে।

আলেক্সান্ডার গলফ খেলতে ভালোবাসতেন। প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেলতেন। শেষ দিকে দ্রুত তার শরীর খারাপ হতে শুরু করে। পরে জেনেটও অসুস্থ হয়ে পড়েন। ওইসময় আলেক্সান্ডার ও জেনেট সবসময় তার সন্তানদের বলতেন, 'আমরা হাতে হাত রেখে মরতে চাই।'

 

বিডি প্রতিদিন/২২ জুন, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর