২৪ জুন, ২০১৭ ০৫:১১

খুনও করতে পারবেন গর্ভবতীরা!

অনলাইন ডেস্ক

খুনও করতে পারবেন গর্ভবতীরা!

গর্ভবতী নারীরা এবার থেকে খুন করতে পারবেন। নিউ হ্যাম্পশায়ারের সেনেটে বৃহস্পতিবার এরকমই একটি আইন পাস করানো হল।
দ্য রিপাবলিকান শাসনাধীন সেনেটে এ মাসেই আনা হয় নতুন সেনেট বিল ৬৬, এক অর্থে যাকে বলা চলে ‘‌ভ্রুণ হত্যা’‌।
এ মাসেই রিপাবলিকান সংখ্যা গরিষ্ঠতায় থাকা আইনসভা একটি বিল পাস করে, যে বিল অনুযায়ী কেউ যদি ২০ সপ্তাহের বেশি সময়কালের কোন ভ্রুণ হত্যার জন্য দায়ী হয় তবে তাকে কোন ব্যক্তি হত্যার মতোই গুরুতর শাস্তি দেওয়া হবে। ৩৮টি অন্য রাজ্যেও এই একই নিয়ম জারি করা হয়েছে।
সেনেট বিল ৬৬ অনুযায়ী, কোন নারী তার এবং তার চিকিৎসকের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন। অনেকেই বলেন, এই বিলে যে ভাষায় নারীদের ব্যতিক্রম হিসাবে রাখা হয়েছে, তা এতটাই অস্পষ্ট যে মনে করা যেতেই পারে, নারীরা যে কাউকে খুন করতে পারেন।
নতুন বিল প্রসঙ্গে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এক অর্থে নিজেদের হাতে আইন তুলে নেওয়ার অনুমতিপত্র দেওয়া হল গর্ভবতী নারীদের। 

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর