২২ জুলাই, ২০১৭ ১২:৪৪

সাহায্য না করে মৃত্যুপথযাত্রীর রক্তাক্ত ছবি তুলল প্রত্যক্ষদর্শীরা!

অনলাইন ডেস্ক

সাহায্য না করে মৃত্যুপথযাত্রীর রক্তাক্ত ছবি তুলল প্রত্যক্ষদর্শীরা!

সতীশ প্রভাকর

রাস্তায় রক্তাক্ত অবস্থায় কাউকে পড়ে থাকতে দেখলে তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়াটা কর্তব্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা নয়। অথচ এটা করার কারণেই আর বাঁচানো যায়নি ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী সতীশ প্রভাকর (২৫)। ভারতের পুনের ভোসারিতে গত বুধবার ঘটেছে এই ঘটনা। 

গাড়ির ধাক্কা খেয়ে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন সতীশ। আশেপাশে সঙ্গে সঙ্গেই ভিড় জমে যায়। সবাই ব্যস্ত ছবি তুলতে। ভিড় দেখে এগিয়ে আসেন কার্তিকরাজ নামের এক দন্ত চিকিৎসক। 

সতীশের মাথায় আঘাত ছিল, সঙ্গে নাক-মুখ দিয়ে মারাত্মক রক্ত বেরোচ্ছিল। পেটে গাড়ির চাকা চলে যাওয়ার দাগও ছিল। অটোতে করে কার্তিকরাজ সতীশকে পুনের যশবন্তরাও চাভান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। সময়মতো নিয়ে আসলেও বাঁচানো যেত সতীশকে। 

বিডি প্রতিদিন/২২ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর