২৬ জুলাই, ২০১৭ ১০:০৪

ফাস্টফুড কিনতে সেনাবাহিনীর ট্যাংক

অনলাইন ডেস্ক

ফাস্টফুড কিনতে সেনাবাহিনীর ট্যাংক

বিশ্বের সব দেশের সেনাবাহিনীর নানা ধরনের ট্যাংক থাকে। যুদ্ধের পাশাপাশি বার্ষিক সামরিক মহড়াতেও ট্যাংকের ব্যবহার রয়েছে। তবে এবার বেলজিয়ামে একটি ট্যাংক নিয়ে ফাস্টফুড কেনার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মূলত বেলজিয়ামের জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ব্রাসেলসে প্যারেড শেষ করে সেটি ফিরছিল ব্যারাকে। পথিমধ্যে ট্যাংকে থাকা সেনাদের কেউ কেউ হয়তো ফাস্টফুড খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই রাস্তার পাশে ফাস্টফুডের দোকান পড়তেই সুযোগটি কাজে লাগান কর্মকর্তারা।

সবার জন্য এক প্যাকেট ফাস্টফুড নিয়ে দাম মিটিয়ে চলে যান তারা। হঠাৎ করে ফাস্টফুড দোকানের পাশে ট্যাংক থামতে দেখে ফাস্টফুড দোকানের লোকজন কিছুটা চমকে গেলেও সেনাদের ফাস্টফুড খাওয়াতে পেরে দারুণ উচ্ছ্বসিত দোকানের কর্মী ও মালিক। পুরো ঘটনাটি ধরা পড়েছে ট্যাংকের পেছনে থাকা এক গাড়ির যাত্রীর মোবাইল ফোনের ক্যামেরায়।

বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর