২১ আগস্ট, ২০১৭ ০৬:৩২

আকাশে ঝুলছে ধূলিমেঘ,আতঙ্কিত এলাকাবাসী!

অনলাইন ডেস্ক

আকাশে ঝুলছে ধূলিমেঘ,আতঙ্কিত এলাকাবাসী!

ব্রাজিলিয়ান সিটির আকাশে অবস্থান করছে একটি বড় ধূলিমেঘ। মাথার উপর ধূলিমেঘ দেখে দেশবাসী আতঙ্কিত। টেক্সেইরা -দে-ফ্রেইতাসের পেট্রোল স্টেশনের একটি ভিডিও প্রকাশ পেয়েছে মিডিয়ায়। এটি দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। বৃহস্পতিবার বিকেলে এই ভিডিওটি শুট করা হয়েছে। সূর্যাস্তের সময় দৃশ্যটি বেশ মনোরম ছিল। অনেকে ঘটনাটি নথিভুক্ত করার জন্য সোশাল মিডিয়ার সাহায্য নেন৷ যে দৃশ্যটি ক্যামেরায় ধরা হয়েছিল, সেটি অনেকটা উল্কার মতো লাগছিল।

কিন্তু মেঘটি পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। “মেঘটি উল্কার মতো লাগছিল। সত্যি কথা বলতে কী, আমিও ভয় পেয়ে গিয়ছিলাম। ভেবেছিলাম, ওটা একটা টর্নেডো। ” জানিয়েছেন একজন নাগরিক। এলাকার মেটেরোলজিস্টদের মতে, ওটি একটি ডাস্ট ক্লাউড বা ধূলিমেঘ ছিল। এমাসের গোড়ার দিকে উত্তর চীনের একটি শহরে ধূলিঝড় হয়। ঘটনায় আতঙ্কিত ছিল এলাকাবাসী। ২ অাগস্ট মঙ্গোলিয়ার এজিনায় একটি ভিডিও তোলা হয়। সেটিও ছিল ধূলিঝড়ের ভিডিও।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর