২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৩৭

ফুটবল মাঠের সমান বিমানের সফল উড্ডয়ন

অনলাইন ডেস্ক

ফুটবল মাঠের সমান বিমানের সফল উড্ডয়ন

সংগৃহীত ছবি

ছ’টি ইঞ্জিনসহ আকাশে উড়ল বিশ্বের অন্যতম বড় বিমান৷ এই বিমানটির নাম স্টারটুলঞ্চ৷ এই বিমানটির ভিতরের আয়তন একটি ফুটবল মাঠের মত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ ৩৮৫ফিট লম্বা এই এয়ারক্রাফটটির ওজন প্রায় ৪০০০ কেজি৷

এই প্রথমবার এত বড় এয়ারক্রাফট আকাশে উড়ল৷ প্র্যাট এবং হুইটনি টার্বোফ্যান ইঞ্জিনসহ আকাশে সফলভাবে উড়েছে এই এয়ারক্রাফটটি৷ মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনের এমনই একটি বড় বিমান আকাশে ওড়ানোর প্রথম চিন্তাভাবনা করেছিলেন৷ অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই এয়ারক্রাফটটি প্রায় ১.৩মিলিয়ন পাউন্ড ওজন বহন করতে সক্ষম৷

স্যাটেলাইটের পরিবর্তে এই এয়ারপ্লেনটি ড্রিম চেসার স্পেসশিপ লঞ্চ করতে পারে বলে জানা গেছে৷ পৃথিবীর কক্ষপথের কাছ থেকে মহাকাশচারীদের নিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসতে সক্ষম এই এয়ারপ্লেনটি৷এটির চাকার সংখ্যা প্রায় ২৮টি৷ স্পেসে পাঠানোর আগে আকাশে এই প্লেনটি উড়িয়ে প্রথমে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে৷


বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর