২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৩৭

যে দ্বীপে শুধু কুকুর থাকে!

অনলাইন ডেস্ক

যে দ্বীপে শুধু কুকুর থাকে!

ফাইল ছবি

দ্বীপের নাম ডগ আইল্যান্ড বা কুকুর দ্বীপ। পাকিস্তানের করাচির উপকূলীয় এক দ্বীপে অনেক বছর ধরে বাস করছে কিছু মালিকবিহীন কুকুর। দ্বীপটিতে এখনো জনবসতি গড়ে ওঠেনি। দ্বীপের বাসিন্দা কেবল কুকুরগুলো। 

উপকূলের কাছে দ্বীপটিতে দিনভর ঘুরে বেড়ায় কুকুরগুলো। সেখানে নিয়মিত মাছ ধরেন এমন জেলেরা কুকুরগুলোর দেখাশোনা করেন। কুকুরগুলো কিভাবে প্রথম এ দ্বীপে এসেছিল, তাও পরিষ্কার জানা যায় না।

তবে স্থানীয় জেলেরা বলছেন বেশ কয়েক দশক ধরেই এ দ্বীপে তারা কুকুরের দল ঘুরে বেড়াতে দেখছেন। কেউ কেউ বলেন এগুলো আসলে বিদেশি নাবিকদের ছেড়ে দেওয়া কুকুর। আবার কেউ কেউ বলেন, শহর কর্তৃপক্ষ বিভিন্ন স্থান থেকে বেওয়ারিশ কুকুর ধরে এ দ্বীপে ফেলে যায় রাতের অন্ধকারে। অথচ দ্বীপটিতে নেই কোনো পরিষ্কার পানি কিংবা খাবার। আর সে কারণেও পাশ দিয়ে যাওয়ার সময় জেলেদের অনেকে কুকুরগুলোকে পানি বা খাবার দিয়ে যান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর