১৮ অক্টোবর, ২০১৭ ০৩:১৬

‘‌আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি।’‌

অনলাইন ডেস্ক

‘‌আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি।’‌

জীবনে একবার হলেও কোন কিছুর সুযোগ নিয়ে যৌন হেনস্থা করেছে হয়তো কেউ। এবার সেই ভয়ানক অভিজ্ঞতার কথাই ফেসবুকে খোলাখুলি শেয়ার করছেন অনেকে। সারাহার মতোই ফেসবুক দুনিয়ায় আপাতত ট্রেন্ডিং #‌me too‌। যার অর্থ, ‘‌আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি।’‌ 

এই বিষয়টি শুরু হয়েছে আমেরিকায়। পরে তা ব্রিটেন ঘুরে এসে পৌঁছে গিয়েছে দক্ষিন এশিয়ার দেশ গুলিতেও। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের বাইরেও যৌন হিংসার শিকার হওয়ার কথা ফেসবুকে অকপটে লিখছেন সেলেব্রেটিরাও।

আমাদের চারপাশে দীর্ঘদিন ধরেই নারীদের নানা ভাবে যৌন হেনস্থার শিকার হতে হয়। কিন্তু পরিবারের চাপে সে কথা প্রকাশ্যে আসে না। কয়েকদিন আগেই ভারতের মুম্বাইয়ে এক নারী ফেসবুকে লিখেছিলেন, কীভাবে নাবালিকা অবস্থাতেই জোর করে তাকে বিয়ে দেওয়া হয়। ফেসবুকে এভাবে অনেকেই হেনস্থার কথা প্রকাশ করেছেন। আর সেই আগুনেই ঘি দিয়েছে #me too‌। 

কেউ লিখছেন, কীভাবে ছোটবেলায় কাছের আত্মীয়ের লালসার শিকার হয়েছিলেন তিনি। কেউ নাম করছেন শিক্ষকের, কেউ বা বন্ধুর। পুরুষরাও কেউ কেউ এই হ্যাশট্যাগ আন্দোলনে যোগ দিয়েছেন। 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর