২১ অক্টোবর, ২০১৭ ২১:৫২

মহাসাগরের গভীরেও মিলল রহস্যজনক পিরামিডের সন্ধান

অনলাইন ডেস্ক

মহাসাগরের গভীরেও  মিলল রহস্যজনক পিরামিডের সন্ধান

সংগৃহীত ছবি

প্রথম থেকেই পিরামিডের ওপর একচ্ছত্র আধিপত্য মিশর ও দক্ষিণ আমেরিকার৷ মিশরের বালুরাশিতে নাক উঁচিয়ে দাঁড়িয়ে থাকে পিরামিড৷ দক্ষিণ আমেরিকাতেও পিরামিড আছে৷ শুধু তার আকার আলাদা৷ কিন্তু এবার মিশরের সেই অহংকারে সম্ভবত থাবা বসাল বাহামা তীরের ২টি পিরামিড৷ সেখানেই মিলেছে রহস্যজনক পিরামিডের সন্ধান৷

তবে এটি সত্যি পিরামিড কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি৷ কিন্তু বস্তুটির আকার আকৃতি পিরামিডের দিকেই নিশানা করছে৷ ইউটিউব চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে সিকিওর টিম ১০৷ গুগল আর্থের সাহায্যে এই পিরামিড জাতীয় বস্তুর হদিশ পেয়েছে তারা৷ 

তাদের তরফে জানানো হয়েছে, নিউ প্রভিন্স আইল্যান্ডের কাছে সমুদ্রে এর সন্ধান পেয়েছে তারা৷ জায়গাটি ফ্লোরিডা থেকে খুব বেশি দূরে নয়৷ পিরামিডের লাইনগুলো খুব সহজেই ধরা পড়ে৷ এটা প্রমাণ করে এর সবচেয়ে কাছের দ্বীপে অ্যাজটেকের মতো বা ওই ধরনের কোনও এক প্রাচীন মানুষের বাস ছিল৷ 

যে ছবিগুলি পাওয়া গেছে, সেগুলি দেখতে নিঃসন্দেহে প্রাচীন পিরামিডের মতো৷ সমুদ্রের মধ্যে কোনও কিছুই নষ্ট হয় না৷ কারণ এখানে খোলা বাতাস নেই৷ ফলে মরচে ধরা বা ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না৷ তবে এই পিরামিড দুটির আকৃতি একই নয়৷ এর মধ্যে একটি গিজার পিরামিডের মতো, অন্যটি মায়া সভ্যতার চিচেন ইত্জার মতো৷

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর