১৬ নভেম্বর, ২০১৭ ১০:২৪

ধান কাটতে গিয়ে বিষধর সাপের কবলে কৃষক!

অনলাইন ডেস্ক

ধান কাটতে গিয়ে বিষধর সাপের কবলে কৃষক!

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জের অন্তর্গত মুচিবেড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ধান কাটতে গিয়েছিলেন এক কৃষক। সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন কৃষক। জমিতে নেমে ধান কাটার মাঝেই হিশহিশ শব্দ শুনতে পান একজন শ্রমিক। একটু পা সরাতেই ছুটে আসে এক বিশাল বিষধর সাপ।

যদিও হিশহিশ শব্দ শোনার পরেই সন্দেহ হয় ওই কৃষকের। একটু সরতেই তখন ধানের ঝোপ থেকে বেরিয়ে আসে সাপটি। কিন্তু তখন সরে গিয়ে কোন ক্রমে রক্ষা পান কৃষকরা। সাথে সাথে দেশটির বন দফতরকে খবর দেওয়া হয়। এরপরে গোয়ালতোড়ের বনদফতরের কর্মী বিশ্বনাথ ভঞ্জ, শুভদ্বীপ ভঞ্জ, জয়দীপ বেরা এসে সাপটি ধরেন। বিশ্বনাথ ভঞ্জ জানান, সাপটি কাউকে ছোবল মারলে তাঁর প্রাণ সংশয় হত। সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। সাপটির বয়স এক বছর। এর দুই দিন আগেও পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালী থানার নয়াগ্রামে এক বাসিন্দা ধান কাটতে গিয়ে সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর