১৭ নভেম্বর, ২০১৭ ২০:৪৯

আজব এটিএম বুথ, ৫শ' টাকা তুলতে গেলে বের হচ্ছে ২৫ হাজার

অনলাইন ডেস্ক

আজব এটিএম বুথ, ৫শ' টাকা তুলতে গেলে বের হচ্ছে ২৫ হাজার

প্রতীকী ছবি

আজব এটিএম বুথ।  ৫০০ টাকা তুলতে চাইলে বেরিয়ে আসছে গুনে গুনে ২৫ হাজার টাকা। ৫ হাজার টাকা তুলতে চাইলে হাতে আসছে ৫০ হাজার টাকা। আর ৫ হাজারের বেশি টাকা এটিএম থেকে তুলতে গেলে দেড় লাখ টাকা বেরিয়ে আসছে।
এমনই আজব কাণ্ড ঘটেছে ভারতের দিঘায় ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএমে।

পুলিশ সূত্রে খবর, এক পর্যটক ওই এটিএম থেকে ৫ হাজার টাকা তুলতে গেলে তার হাতে ৫০ হাজার টাকা বেরিয়ে আসে। বাড়তি টাকা পুলিশকে ফিরিয়ে দিতে গেলেই টনক নড়ে ব্যাংক কর্তৃপক্ষের। ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ তখন হিসেব কষতে বসে দেখে ইতিমধ্যেই কয়েক লাখ টাকা বেরিয়ে গেছে। প্রায় ২৭ জন গ্রাহক ওই এটিএম থেকে টাকা তুলেছে। এটিএম থেকে বেরিয়ে গেছে প্রায় ১৭ লাখ টাকা।
এরপরই তল্লাশি শুরু করে দিঘা পুলিশ। এটিএম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি। কোন পর্যটক নির্ধারিত সময়ের আগে হোটেল ছাড়তে চাইলে পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত গ্রাহকদের টাকা তোলার সময় ও ছবি মিলিয়ে খোঁজ চালিয়ে ১৩ লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সফটওয়্যারে ত্রুটির কারণেই এঘটনা ঘটে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর