২১ নভেম্বর, ২০১৭ ১৮:৪৫

‘আজব’ পেঁচা দেখে আতঙ্ক, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

‘আজব’ পেঁচা দেখে আতঙ্ক, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

ইউএফও-ও নয়, ভিন গ্রহের কোনও প্রাণীও নয়। কিন্তু তাও আতঙ্ক ছড়াল জনমনে। ভারতের ভাইজাগের একটি জায়গায় দেখা মেলে লক্ষ্মী পেঁচার। আর ওই পেঁচা দেখেই স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক। 

স্থানীয়দের একংশের দাবি, ‘আজব’ দেখতে সাদা রঙের ওই পাখি দু’টি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। ভিনগ্রহী প্রাণী এসেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পেঁচা দু’টিকে দেখতে লাইন পড়ে যায়। সাদা রঙের ওই পাখি দু’টিকে দেখে শিশুরা রীতিমতো শিউরে উঠেছে বলে অনেকে দাবি করছেন। 

প্রায়ই গোটা ভারতে লক্ষ্মী পেঁচার দেখা মেলে। বিশেষ করে মধ্য ভারতের বিভিন্ন জায়গায়। তবে কোনও কারণে পেঁচা দু’টির গায়ে পালক কম থাকায় অাতঙ্ক ছড়িয়েছে বলে মনে করছে স্থানীয় বন অধিদফতর। দেখুন সেই ভিডিও-

 

বিডি প্রতিদিন/২১ নভেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর