২২ নভেম্বর, ২০১৭ ০২:৩০

ভিক্ষা করে মন্দিরে ২.‌৫ লাখ টাকা দান ৮৫ বছরের বৃদ্ধার!

অনলাইন ডেস্ক

ভিক্ষা করে মন্দিরে ২.‌৫ লাখ টাকা দান ৮৫ বছরের বৃদ্ধার!

প্রসন্ন অঞ্জনেয়া স্বামী মন্দির

ভাই ও ভাইয়ের বউ তাড়িয়ে দেওয়ার পর বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা সীতালক্ষ্মী। কিন্তু বয়সের ভারে কর্মক্ষমতা কমতে থাকে। তাই পরিচারিকার কাজ ছেড়ে শেষে একই শহরের প্রসন্ন অঞ্জনেয়া স্বামী মন্দিরের সামনে ভিক্ষাবৃত্তি শুরু করেন তিনি। প্রায় এক দশক ধরে এই কাজই করছেন তিনি। 

আর সেই ভিক্ষাবৃত্তি করেই জমিয়ে ফেলেছেন আড়াই লাখ টাকা। সেই টাকা মন্দিরেই দান করেছেন ৮৫ বছরের বৃদ্ধা সীতালক্ষ্মী। হনুমান জয়ন্তীতে প্রতিবছরই মহাভোজের আয়োজন করা হয় এই মন্দিরে। প্রসাদ নিতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন। এবার সীতালক্ষ্মীর টাকা দিয়েই এই উৎসবের আয়োজন করা হয়েছে। 

সীতালক্ষ্মী জানিয়েছেন, মন্দিরে ভক্তরা যাওয়ার সময় তাকে যে অর্থ দান করেন সেটা তিনি ব্যাংকে জমিয়ে রেখেছিলেন। সেটা জমিয়েই মন্দিরে দান করেছেন তিনি।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর