১৪ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৫

লম্বায় নাকি মানুষ সমান! দেখা মিলল 'দৈত্যাকার' পাখির

অনলাইন ডেস্ক

লম্বায় নাকি মানুষ সমান! দেখা মিলল 'দৈত্যাকার' পাখির

নিউজিল্যান্ডে এবার দেখা মিলল দৈত্যাকার পাখির। আর ওই খবর ছড়াতেই জোর গুঞ্জন শুরু হয়েছে নিউজিল্যান্ড জুড়ে। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

দক্ষিণ নিউজিল্যান্ডের হ্যামডেন সমুদ্র সৈকতে মিলেছে একটি দৈত্যাকার পেঙ্গুইনের জীবাশ্ম। 

গবেষকদের মতে, যে দৈত্যাকার পেঙ্গুইনের জীবাশ্ম সামনে এসেছে, তাদের ওজন কমপক্ষে ২২০ পাউন্ড। শুধু তাই নয়, ওই পেঙ্গুইনগুলো ৫ থেকে ১০ ইঞ্চি লম্বা। যা একজন মানুষের সমান বলেই জানিয়েছেন গবেষকরা।

৫ কোটি ৫০ লাখ বছর আগে দৈত্যাকার ওই পেঙ্গুইনের অস্তিত্ব ছিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।-জি নিউজ।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর