১৮ জানুয়ারি, ২০১৮ ০৮:৪৮

মাকড়সার নাম ‘হ্যারি পটার’!

অনলাইন ডেস্ক

মাকড়সার নাম ‘হ্যারি পটার’!

সংগৃহীত ছবি

একটি মাকড়সা যার বৈজ্ঞানিক নাম থাকলেও সবাই তাকে ডাকে অ্যারাগগ নামে৷ হ্যারি পটারের অ্যারাগগ৷ আর একটি মাকড়সার নাম আবার লর্ড ভারিস৷ ঠিক ধরেছেন৷ গেম অফ থ্রোনসের লর্ড ভারিস৷ মাকড়সার নাম এখন এভাবেই রাখা হচ্ছে ব্রাজিলে৷

সম্প্রতি ৬টি নতুন প্রজাতির মাকড়সা আবিষ্কার করেছেন সাও পাওলোর ইনস্টিটিউটো ভূটানটানের এক বৈজ্ঞানিক৷ ছয় চক্ষু বিশিষ্ট সাতটি মাকড়সা আবিষ্কার করেছেন তিনি৷ এগুলি সবকটিই নিওট্রপিক্যাল জেনাস Ochyrocera-এর অন্তর্গত৷ এই মাকড়সাগুলি মাটির নিচে থাকে৷ এর মধ্যে একটিরও অভিযোজনের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়নি৷ গুহার দেওয়ালে বাস করার কারণে এদের দেহও সেভাবে তৈরি৷ এদের চামড়ার রং সাধারণ৷ কিন্তু চোখে এরা প্রায় কিছুই দেখতে পায় না৷

এদের ট্রোগ্লোফিলে প্রজাতির আওতায় ফেলা হয়েছে৷ এর মানে এরা জীবনযাত্রা নির্বাহ করে সূর্যের আলো ছাড়াই৷ কখনও এদের গুহার বাইরে দেখা যায়৷ এদের প্রজাতি নির্ধারণ করার জন্য বিজ্ঞানীরা প্রায় ৫ বছর ধরে ২ হাজারটি নমুনা জোগাড় করেন৷

এই মাকড়সাদের নাম শুরু হয়েছে Ochyrocera varys দিয়ে৷ গেম অফ থ্রোনসের লর্ড ভারিস স্পাইডার নামেও খ্যাত৷ একাধিক দক্ষতার জন্য এই নাম দেওয়া হয়েছে তাকে৷ আর একটি মাকড়সার নাম লারাকনা৷ লর্ড অফ রিংসের শেলোবের নামানুসারে এই নাম দেওয়া হয়েছে মাকড়সাটির৷ এলভিস ভাষায় ডার্ক স্পাইডারকে এই নামে ডাকা হয়৷ বাদ যায়নি হ্যারি পটারও৷ এর অ্যারাগগ নামেও নামকরণ হয়েছে একটি মাকড়সার৷ ফরবিডন ফরেস্টে থাকত অ্যারাগগ৷ HP লাভক্র্যাফ্টের ক্রিয়েশন মাকড়সা দেবতা অ্যাটলাচ-নাচার নামেও আছে একটি মাকড়সার নাম৷

এখানেই শেষ নয়৷ এমন অনেক ফিকশনাল ক্যারেকটারের নামে নাম রয়েছে মাকড়সার৷ যেমন, শার্লট, মিস স্পাইডার ইত্যাদি৷


বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর