১৮ জানুয়ারি, ২০১৮ ১৬:১৬

ঘরে রাখলেই নষ্ট হচ্ছে মোবাইল ফোন!

অনলাইন ডেস্ক

ঘরে রাখলেই নষ্ট হচ্ছে মোবাইল ফোন!

প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা দিলীপ মণ্ডল। গত ৭ মাসে মোট ২৯ বার মোবাইল বদলেছেন। কিন্তু ঘরে ভেতর নিলেই নষ্ট হয়ে যাচ্ছে ফোন। এর রহস্য তিনি আজও উদ্ধার করতে পারেননি।

ইলেকট্রিশিয়ান ডেকে ঘরের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করিয়েছেন। কোথাও কোনও ত্রুটি ধরা পড়েনি। মোবাইল কিনে ঘরে ঢোকার দু'দিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে সেই মোবাইল। যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘরের ভিতর নতুন করে ওয়্যারিং করিয়েছেন। মোবাইল নষ্ট হওয়ার ঝামেলা থেকে মুক্তি পাননি।

বাধ্য হয়ে মোবাইল নিয়ে আর ঘরেই প্রবেশ করছেন না তিনি। বাড়ির বাইরে বাঁশ পুঁতে তাতেই মোবাইল টাঙিয়ে রেখেছেন। রাতে মোবাইল গিয়ে রেখে আসছেন প্রতিবেশীর বাড়িতে!

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর