Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০১৮ ০৯:৩৮ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৮ ১০:২৮
ছয় মাসের শিশু বলল, ‘ইট’স সো পেইনফুল’! (ভিডিও)
অনলাইন ডেস্ক
ছয় মাসের শিশু বলল, ‘ইট’স সো পেইনফুল’! (ভিডিও)

কথায় আছে, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তাই বলে, টিকা দেয়ার সময় ছয় মাস বয়সী শিশু চিৎকার করে বলে উঠবে ‘ইট’স সো পেইনফুল’? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে চীনে। বুধবার দেশটির সংবাদ মাধ্যম আইকিউআইওয়াইআই ডট কমে শিশুটির কথা ধারণকৃত একটি ছোট ভিডিও ক্লিপ পোস্ট করা হয়।

সেখানে দেখা যাচ্ছে, নার্স শিশুটির ডান হাতে ইনজেকশন দেয়ার পর, সে তার বাবার কোলে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে সে মান্দারিন ভাষায় বলছে, ‘ইট’স সো পেইনফুল’। তার এই আকস্মিক কথা শুনে অবাক হয়ে যান তার বাবা-মা। ভিডিওতে শিশুটিকে শুধু কাঁদতেই দেখা যাচ্ছে। এমনকি ইনজেকশন দেয়ার পর নার্স যখন তার হাত মুছে দিচ্ছিল, তখনও কাঁদছিল সে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow