Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০১৮ ১১:১১ অনলাইন ভার্সন
এন্টার্কটিকায় গবেষক দলের সঙ্গী পেঙ্গুইন (ভিডিও)!
অনলাইন ডেস্ক
এন্টার্কটিকায় গবেষক দলের সঙ্গী পেঙ্গুইন (ভিডিও)!

জলবায়ু পরিবর্তন ও দূষণের প্রভাব সম্পর্কে জানতে নিয়মিত এন্টার্কটিকায় গবেষণা চালান বিজ্ঞানীরা। তথ্য সংগ্রহের জন্য বিজ্ঞানীরা সেখানে ঘুরে বেড়ান।

সম্প্রতি একটি গবেষণা দল এদিন এন্টার্কটিকায় নৌপথে ঘুরে বেড়াচ্ছিলেন। অস্ট্রেলিয়ার ঐ দলটি নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করে পানি থেকে নৌকায় লাফিয়ে উঠে একটি পেঙ্গুইন। বেশ খানিকক্ষণ তাদের সাথে ঘুরে বেড়ায় পেঙ্গুইনটি।

গবেষকদের নৌকার সব কিছু কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করতে থাকে পেঙ্গুইনটি। এক পর্যায়ে একজন গবেষক পেঙ্গুইনটির দিকে এগিয়ে আসলে দ্রুত পানিতে লাফ দিয়ে চলে যায় পেঙ্গুইনটি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow