২২ জানুয়ারি, ২০১৮ ১৩:২০

ঘণ্টায় ৭০ মাইল বেগে ঝড়ের কবলে বিমান, অতঃপর...! (ভিডিও)

অনলাইন ডেস্ক

ঘণ্টায় ৭০ মাইল বেগে ঝড়ের কবলে বিমান, অতঃপর...! (ভিডিও)

সংগৃহীত ছবি

আমস্টারডামে স্কিপল বিমানবন্দরের ঘটনা। শুধু বিমান চালকের দুঃসাহসিকতায় এ যাত্রা রক্ষা পেল বিমানটি। এর সঙ্গে বিমানকর্মীসহ ৭৮ জনেরও প্রাণও বেঁচে গেল।

বেশ কয়েক দিন ধরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডসহ বিভিন্ন এলাকা। এদিন আমস্টারডামে ঘণ্টায় ৭০ মাইল বেগে ঝড় বইছিল। সেই প্রবল ঝড়ের মধ্যেই ইউরোউইংসের একটি বিমান অবতরণের চেষ্টা করে। 

কিন্তু দস্যু ঝড়ের মুখোমুখি হয়েও ঠান্ডা মস্তিষ্কে চালক ভেবে নিয়েছেন অবতরণের পথটি।  'ক্রসউইন্ড ল্যান্ডিং'-এ বিমানকে অবতরণ করালেন তিনি। বিমান প্রশিক্ষণের সময় ঝোড়ো হাওয়াকে পাশ কাটিয়ে কীভাবে নামতে হয়, তা শেখানো হয়। একেই বলে 'ক্রসউইন্ড ল্যান্ডিং।' এর পাশাপাশি 'ক্রাব ল্যান্ডিং' পদ্ধতিতে রানওয়েকে ব্যবহার করেন ওই বিমানের চালক। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর