২৪ জানুয়ারি, ২০১৮ ১১:২৫

দুই পা না থাকলে এভারেস্টে উঠা যাবে না!

অনলাইন ডেস্ক

দুই পা না থাকলে এভারেস্টে উঠা যাবে না!

পা না থাকলে এখন থেকে আর পৃথিবীর সর্ববৃহৎ শৃঙ্গ এভারেস্টে উঠা যাবে না। গত ডিসেম্বরে এ নিয়ম করেছে নেপাল সরকার। সম্প্রতি যার বলি হয়েছেন এক সাবেক গুর্খা সৈন্য (যেসব নেপালি সৈন্য ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করেন)।

২০১০ সালে আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় এক বিস্ফোরণে তিনি তার দুই পা হারিয়েছেন। অনেক স্বপ্ন ছিল এভারেস্ট উঠবেন। এ জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু তাকে জানিয়ে দেখা হয়েছে, এভারেস্টে তিনি উঠতে পারবেন না।

                                                       হারি বুদ্ধা মাগার

ডিসেম্বরে করা ওই আইনে অন্ধদেরও এভারেস্টে উঠার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ আইনকে হারি বুদ্ধা মাগার (৩৮) নামের ওই গুর্খা সৈন্য 'বৈষম্যমূলক' এবং 'অন্যায়' বলে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার তিনি বলেন, 'ঝুঁকি কমাতে সরকার অবশ্যই আইন প্রণয়ন করবে কিন্তু নিষেধাজ্ঞা কোনো সমাধান হতে পারে না।'  সূত্র : চ্যানেল নিউজ এশিয়া
 
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর