১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০৮:৫১

ক্যান্সারের খরচ নিয়ন্ত্রণের বাইরে, সেই প্রশ্নকেই উস্কে দিল সোশ্যাল মিডিয়া!

অনলাইন ডেস্ক

ক্যান্সারের খরচ নিয়ন্ত্রণের বাইরে, সেই প্রশ্নকেই উস্কে দিল সোশ্যাল মিডিয়া!

স্টিভ ব্রিউয়ার

ক্যানসার। এই একটি শব্দই যেন মুহূর্তে ঝড়ো হাওয়ার মতো কারও জীবনের সব কিছু পাল্টে দেয়। আক্রান্তের পাশাপাশি আর্থিক চাপের সম্মুখীন হতে হয়। কিন্তু সত্যিই কি এই রোগের চিকিৎসার খরচ নিয়ন্ত্রণের বাইরে। ইংল্যান্ডের স্টিভ ব্রিউয়ারের ঘটনা যেন সেই প্রশ্নকেই নতুন করে উস্কে দিল।

জানা যাচ্ছে, ৪ বছর ধরে স্তনের ক্যানসারের চিকিৎসা চলছে প্রবীণ স্টিভের। কিন্তু আচমকাই একদিন হাসপাতালে যেতে নার্স তাঁকে জানিয়ে দেন, তার চিকিৎসা আর সম্ভব নয় এখানে। কারণ ‘ট্রিপল পাম্প’ নামের যে যন্ত্রে তার এবার কেমোথেরাপি হওয়ার কথা, সেটা হাসপাতালে নেই। কারণ সেই যন্ত্র দুর্মূল্য। তার দাম ৪৩০০ পাউন্ড। টাকার হিসেবে যার পরিমাণ ৩.৯ লাখ টাকা।

স্টিভ এরপর নিজেই নেমে পড়েন সেই যন্ত্রের খোঁজে। অবাক বিস্ময়ে দেখেন এক অনলাইন শপিং সাইটে সেই যন্ত্র বিক্রি হচ্ছে মাত্র ১৭৫ পাউন্ডে। মানে মাত্র ১৬ হাজার টাকায়।  তবে সেটি নতুন নয়, সেকেন্ড হ্যান্ড। কিন্তু রীতিমতো নতুনের মতোই। 

আর দেরি করেননি স্টিভ। কিনে ফেলেছেন যন্ত্রটি। সেই যন্ত্রে ঘরে বসেই চলছে তার কেমোথেরাপি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার এই ঘটনা। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর