১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:২২

সিংহীর কোলে আদরে বড় হচ্ছে হরিণ শাবক!

অনলাইন ডেস্ক

সিংহীর কোলে আদরে বড় হচ্ছে হরিণ শাবক!

সংগৃহীত ছবি

পশু কথাটা থেকেই এসেছে পাশবিক৷ মানুষ থেকে এসেছে মানবিক৷ কিন্তু বর্তমান সমাজ বোধহয় এখন আর এই কথা গুলোকে অতটা গুরুত্ব দেয়না৷ হিসাব উল্টে যাচ্ছে দিন দিন৷ জাতিভেদ আর সংঘর্ষে মানুষ যখন জর্জরিত তখন পাশবিকতার বিপরীত এক উদাহরণ সামনে এল৷

নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে এক সিংহী দত্তক নিয়েছে এক হরিণ শাবককে৷ মাতৃস্নেহে লালন পালন করছে তাকে৷ সিংহীর নিজের শাবক ছিল৷ সেই শাবকদের মেরে ফেলেছে আরেকটি সিংহ৷ সন্তানহারা হয়ে পড়েছে সেই সিংহী৷

এরপর সিংহী তার মাতৃত্ব উজাড় করে দিয়েছে হরিণছানার উপর৷ তাকে নিয়ে খেলছে৷ তাকে চেঁটে পরিস্কার করে দিচ্ছে৷ জানা গেছে, মা সিংহী তার দত্তকি হরিণছানাকে বাঁচিয়েছে বেশকিছু অন্তঃসত্বা সিংহিদের হাত থেকেও৷

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর