২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০৬:৩০

ভাঙা কাঁচ যে কারণে দুর্ভাগ্য ডেকে আনে!

অনলাইন ডেস্ক

ভাঙা কাঁচ যে কারণে দুর্ভাগ্য ডেকে আনে!

ভাঙা আয়নাও জীবনে বিপদ ডেকে আনতে পারে। একবিংশ শতাব্দীতেও এই বিষয়টি সত্যিই খুব অবিশ্বাস্য। কিন্তু কেন ভাঙা আয়না দুর্ভাগ্যের কারণ তা জানানো হয়েছে জ্যোতিষ শাস্ত্রে।

জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে, শোয়ার ঘরে কিংবা প্রবেশদ্বারের সামনে কখনও আয়না রাখবেন না। শোয়ার ঘরে আয়না রাখা অমঙ্গল। তবে, যদি রাখতেই হয় আয়না আপনার বেডরুমে রাখুন। তাহলে সেটি ব্যবহারের পর কাপড় দিয়ে ঢেকে রাখুন। রাতের বেলা ঘুম চোখে উঠে কোনো দিনই আয়না দেখবেন না। কেননা এতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে।

তবে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরণের সংস্কারকে নেহাতই কুসংস্কারই বলা যায়। অতীতে এই ধরণের একটি মিথ্যে রটনা করা হয়েছিল। কারণ সেই সময় কাঁচ ছিল ব্যয়বহুল। সেই কারণে চট করে যাতে কেউ না ভেঙে ফেলে সেই কারণে এই ধরণের মন্তব্য করা হতো। পাশাপাশি ভাঙা কাঁচের অংশে হাত কেটে সেপ্টিক হয়ে যাওয়ারও শঙ্কা থাকে। সেই কারণেই এই ধরণের মিথ্যা রটানো হতো।

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর