২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৩:৩১

একসঙ্গে সেতুর ওপর লাফ পর্যটকদের, অতঃপর...!

অনলাইন ডেস্ক

একসঙ্গে সেতুর ওপর লাফ পর্যটকদের, অতঃপর...!

সংগৃহীত ছবি

কখনই কোন কিছুর বাড়াবাড়ি ভাল নয়। ঠিক সেটাই ঘটল চীনের রুঝৌ শহরের একটি সেতুর ক্ষেত্রে। ইতোমধ্যেই ফেসবুক ভাইরাল হয়ে ঘুরছে সেই সেতুর একটি ভিডিও। 

এক মিনিটের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ২০ ফেব্রুয়ারি একটু ঝুলন্ত সেতুর ওপরে ভিড় জমিয়েছেন পর্যটকরা। একসঙ্গে লাফাচ্ছেন সেতুর ওপরে। আর সেটা দেখতে উপস্থিত রয়েছেন উৎসাহী দর্শকরা। কয়েকবার লাফালাফি করার পরেই কাত হয়ে যায় সেতুটি। যার ফলে পানিতে পড়ে যান পর্যটকরা। 

একসঙ্গে এতো মানুষের লাফানোর চাপ নিতে পারেনি সেতুটি। যদিও পানি অগভীর থাকায় কারও প্রাণহানি ঘটেনি কিংবা কেউ আহতও হননি। তবে স্থানীয় বাসিন্দারা সেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন সেই পর্যটকদের ওপরে। তাদের দাবি, যারা সেতুটিকে ভেঙেছেন, সেই পর্যটকদেরই সেতু সারানোর খরচ দিয়ে যেতে হবে।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর