২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:২৫

মিশরে বহুতল ভবনের ওপরে তাকিয়ে হতবাক ৩ পুলিশ, অতঃপর...!

অনলাইন ডেস্ক

মিশরে বহুতল ভবনের ওপরে তাকিয়ে হতবাক ৩ পুলিশ, অতঃপর...!

সংগৃহীত ছবি

পাঁচ বছরের শিশুর প্রাণ বাঁচাল মিশরের পুলিশ। নিজে আহত হয়েও শিশুটির ওপর কোনও আঁচড় লাগতে দেননি দেশটির রাজধানী কায়রোর এক পুলিশ কর্মকর্তা।

খবর অনুযায়ী, চলতি মাসের ১৭ তারিখ মিশরের কায়রোয় ঘটেছে এই ঘটনা। শহরের একটি খ্যাতনামা ব্যাংকের বাইরে কর্মরত ছিলেন তিনজন পুলিশ কর্মকর্তা কামিল ফাথি জায়েদ, হাসান সয়ৈদ আলি এবং সবরি মাহরোউস আলি। তখনই তারা দেখতে পান যে, সেই ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে ঝুলছে একটি শিশু!

পুলিশ সূত্রে জানা গেছে যে, পিছনের রেলিংয়ে ঝোলানো ছিল একটি কার্পেট। শিশুটিকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ সেটাই পেতে ধরেন দু’জন পুলিশ কর্মকর্তা। ঠিক সেই সময়ে শিশুটিকে লুফে নেন তৃতীয় পুলিশ কর্মকর্তা। শিশুটির গায়ে একটি আঁচড়ও লাগেনি। তবে সামান্য আহত হয়েছেন সেই পুলিশ সদস্য। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

মিশরের স্বরাস্ট্র মন্ত্রালয়ের ফেসবুক পেজে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। কিন্তু শিশুটি কী করে বারান্দা থেকে পড়ে গেল বা সেই সময় তার বাবা-মা কোথায় ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর