২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০২:৪৭

যেভাবে সাপ বা মাকড়সার রক্ত খেতে হয়! (ভিডিও)

অনলাইন ডেস্ক

যেভাবে সাপ বা মাকড়সার রক্ত খেতে হয়! (ভিডিও)

জঙ্গলে প্রতিকূল পরিবেশে লুকিয়ে থাকার সময় কিভাবে বেঁচে থাকতে হয়? এ জন্য মার্কিন ও দক্ষিণ কোরিয়ান সৈন্যরা তাদের থাই মিত্রদের সাথে মিলে বড় আকারের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে একটি দল নিচ্ছে বিশেষ এক প্রশিক্ষণ। আর তা হলো- যেভাবে সাপ বা মাকড়সার রক্ত খেতে হয়!

মেরিন সেনারা আরো শিখছে কিভাবে সাপ, কাঁকড়া-বিছা বা মাকড়সার কামড় থেকে বাঁচতে হয়। শুধু তাই নয়, প্রয়োজনে বেঁচে থাকে এদের কীভাবে খেতে হবে তাও শেখানো হচ্ছে। এদের অনেকেই এ কাজ কোনদিন করতে হবে বলে ভাবেননি। মার্কিন মেরিন সেনা ক্রিস্টোফার ফিফি বললেন, আমেরিকাতে সাধারণত আমরা এ ধরনের কাজ খুব একটা করি না। 

আরেক মার্কিন সেনা সাপের রক্ত গিলে জানালেন, স্বাদ একেবারে মাছের মতো, একেবারে অন্যরকম। 
কাঁকড়া-বিছা বা ট্যারানটুলার মতো মারাত্মক বিষধর মাকড়সাকে কীভাবে বিষমুক্ত করতে হবে তাও শেখানো হচ্ছে। 

প্রশিক্ষক থাই মেরিন সেনা প্রাইরোজ প্রাসানথাই জানালেন, প্রশিক্ষণ দিতে গিয়ে এভাবে একটা প্রাণীকে মারা নিষ্ঠুর দেখাতে পারে। কিন্তু আমরা আমেরিকান আর দক্ষিণ কোরিয়ার সেনাদের মধ্যে জ্ঞান বিতরণের জন্যেই এটা করছি। এদের বিষমুক্ত করে কাঁচা বা আগুনে ঝলসে নিয়েও খাওয়া যায়। সূত্র : বিবিসি বাংলা।

 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর