২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:৫৪

চাকরির দরখাস্তের দাম ৪১ লাখ!

অনলাইন ডেস্ক

চাকরির দরখাস্তের দাম ৪১ লাখ!

সংগৃহীত ছবি

স্টিভ জবস ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে মারা যান। সম্প্রতি বস্টনের এক অকশন হাউস জনসম্মুখে নিয়ে এসেছে তার একটি চাকরির দরখাস্ত। প্রায় ৪০ বছর আগের সেই দরখাস্ত পড়লে যুবক স্টিভ সম্পর্কে বেশ কিছু তথ্য জানা যায়। বিশেষ কিছু করার সক্ষমতার ব্যাপারে মন্তব্যের ঘরে তিনি লিখেছিলেন, 'টেক অর ডিজাইন ইঞ্জিনিয়ার'।

ড্রাইভিং লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি লিখেছিলেন 'সম্ভব, তবে সম্ভাবনা নেই'। আইফোনের স্রষ্টার কাছে তখন কোনো ফোন ছিল না বলেই জানা গেছে ওই দরখাস্ত থেকে।

১৯৭৩ সালের সেই দরখাস্ত যে স্বাভাবিকভাবেই সংরক্ষকদের কাছে মূল্যবান হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বস্টনের ওই অকশন হাউসের পক্ষ থেকে গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, স্টিভ জবসের ওই চাকরির দরখাস্তের দাম উঠতে পারে ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার অঙ্ক দাঁড়ায়, ৪১ লাখ ৫৫ হাজার দুইশ ৫০। 

জানা গেছে, ৮ মার্চ থেকে ১৫ পর্যন্ত চলবে অকশনটি। সেখানে এই দরখাস্তের পাশাপাশি থাকবে, স্টিভ জবসের স্বাক্ষর করা ‘ম্যাক ওএস এক্স’-এর একটি ম্যানুয়াল ও খবরের কাগজের একটি ক্লিপিং।

প্রসঙ্গত, চাকরির এই দরখাস্ত করার প্রায় তিন বছর পর, বন্ধু স্টিভ ওজনিকের সঙ্গে তিনি শুরু করেন অ্যাপল ইনকর্পোরেটেড। 'স্টিফেন জবস' হিসেবে সেই দরখাস্তে তার নাম স্বাক্ষরিত ছিল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর