১৬ মার্চ, ২০১৮ ০৪:১২

শরীরে ৪ ফুটের লোহার রড নিয়ে হাসপাতালে শ্রমিক, অতঃপর...!

অনলাইন ডেস্ক

শরীরে ৪ ফুটের লোহার রড নিয়ে হাসপাতালে শ্রমিক, অতঃপর...!

প্রতীকী ছবি

নতুন কীর্তি স্থাপন করলেন ভারতের মুম্বাইয়ের হাসপাতালের চিকিৎসকরা। পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ৩৩ বছর বয়সি এক ব্যক্তির শরীর থেকে ৪ ফুট লম্বা লোহার রড বের করলেন তাঁরা। 

জানা গেছে, সালিম শেখ নামে নাসিকের বাসিন্দা সেই ব্যক্তি পেশায় একজন শ্রমিক। গত ৮ মার্চ একটি নির্মীয়মান বাড়িতে কাজ করার সময় আচমকাই পড়ে যান। তখনই পিলারের উপর বেরিয়ে থাকা একটি রড তাঁর শরীরে ঢুকে যায়। পেটের দিক থেকে ঢুকে গলার কাছ থেকে বেরিয়ে যায় রডটি। এরপর সহকর্মীরা লোহার রডটিকে কেটে ফেলে পিলারের সঙ্গে আটকে থাকা সালিমকে মুক্ত করেন। 

রডটি তার ক্ষুদ্রান্ত্র, লিভার, অ্যাবডোমেন এবং বুক হয়ে গলা থেকে বেরিয়ে যায়।  এরপরই একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ২০০ কিলোমিটার পথ পেরিয়ে মুম্বাইয়ে আনা হয়। এরপর গত ৯ মার্চ চিকিৎসকদের বিশেষ একটি দল সেই রডটি অস্ত্রোপচার করে সালিমের শরীর থেকে রডটি বের করে আনেন।‌‌


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর